অনলাইন ডেস্ক : জেলা বিএনপির ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাদের অনুসারীরা। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে শহরের শাহ মোস্তফা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কোর্ট রোডস্থ প্রেস ক্লাব মোড়ে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

মিছিলকারীদের অভিযোগ, গত ১৫ বছর জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতা রাজপথে ছিলেন, আহ্বায়ক কমিটিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে। তাই অবিলম্বে এই কমিটি বাতিল করে আরো বড় পরিসরে ত্যাগী ও সৎ নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

 

সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!