অনলাইন ডেস্ক : খুলনায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়। তারা হলো রূপসা উপজেলার শ্রীফলতলা চন্দনশ্রী এলাকার বাসিন্দা শারিরীক প্রতিবন্ধী মাসুদ রানার মেয়ে ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গণি (৪)।
ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে ইরানী ও আব্দুল গণি বাজার থেকে কেনা খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩ টার দিকে দুইজনই অসুস্থ হয়ে পড়ে। পরদিন বুধবার সকালে তাদেরকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করে স্বজনরা। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে ইরানী ও আব্দুল গণি মারা যায়।
তাদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে ছোট্ট একটি মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়সী আরেকটি কন্যা সন্তান রয়েছে। দুই সন্তানের এমন মৃত্যুতে শোঁকে স্তব্ধ হয়ে পড়ে পড়েছেন বাবা, আর শোকে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন মা।
এদিকে দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চিকিৎসক। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বিষাক্ত খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তাদের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদদাতা / ইলিয়াস