এদিকে গতকাল প্রকাশিত হয়েছে ছবিটির বাংলা ট্রেলার। ভারতের টি সিরিজ বাংলা ট্রেলারটি প্রকাশ করার পর থেকে বাঙালিরা একের পর এক মন্তব্য করছে ছবিটি ঘিরে। কলকাতার বাঙালিদের পাশাপাশি বাংলাদেশিরাও আছে সেই দলে। স্বাভাবিকভাবেই সবাই ভেবে নিয়েছিল ৫ ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি।
তবে সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন। গতকাল তিনি জানান, ছবিটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি। মামুন বলেন, “আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। এটা আমার পরিচালনার ছবি, আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে। সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।”
দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২ : দ্য রুল’ আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২ : দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।
সংবাদদাতা / ইলিয়াস