অনলাইন ডেস্ক : ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্যদিয়ে ২০০৭ সালে শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। পরিচিতি পান ‘অন্তরা’ নামে। দর্শকের এই অন্তরা বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো। কন্যাসন্তানের মা হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই তিনি।

তবে অভিনয়ে না থাকলেও দর্শক তাঁকে খোঁজেন। তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন- সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা-না ফেরার বিষয়ে। জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি।

এক পোস্টে ফারিয়া বলেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটা আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। করে করব, এটাও জানি না: কিন্তু ভালো টিভিসি হলে করব।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মোবাইল ফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপন চিত্র তাঁর পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। দুটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারিয়া। একটি ‘দৈনিক তোলপাড়’ ও দ্বিতীয়টি ‘এয়ারকম।’

 

সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!