অনলাইন ডেস্ক : শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টি করার উসকানিদাতার পক্ষ নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতার জবাব দেবে জনগণ।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্টের দোসররা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ হিসেবে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি।ফারুক আরো বলেন, সব ষড়যন্ত্র রুখতে হলে জনপ্রতিনিধি দরকার। সেজন্য অবিলম্বে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

 

সংবাদদাতা/ ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!