অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকাল ১১টায় ‘বাল্য বিবাহকে না বলি’ স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচিটি পালন করা হয়।

কর্মসূচিতে ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি ‌শিপ্রা রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, এসো জাতি-গরির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, শাপলা এনজিও প্রতিনিধি রমা খান, ব্লাস্টের কর্মকর্তা অর্চনা দাস প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় ‌বক্তারা জানান, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক ব্যাধি। বাল্যবিবাহের কারণে অনেক সংসার অশান্তি সৃষ্টি হয়। সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। আর তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে একটি গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়, এতে ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সংবাদদাতা/ ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!