অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর সোমবার সকাল থেকে সম্পূর্ণ ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা সহ নানা প্রকার স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। বন্দর ২২ নং ওয়ার্ডস্থিত কেন্দ্রীয় মসজিদের কাছেই ইউসুফ মঞ্জিলে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। মেডিকেল ক্যাম্পে সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত রোগী দেখবেন ডায়াবেটিস, প্রসূতি ও গাইনী রোগে অভিজ্ঞ ডাঃ ইশরাত জাহান শিলা।
মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু। তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা। তাই মহান বিজয় দিবস উপলক্ষে আমি চেষ্টা করছি মানুষের জন্য অন্তত একটা দিন ফ্রিতে স্বাস্থ্য সেবা দিতে। মানবতার প্রয়োজনে ইনশাআল্লাহ বারবার এধরণের আয়োজন করা হবে।
সংবাদদাতা/ ইলিয়াস