অনলাইন ডেস্ক : সংবিধানের পঞ্চদশ সংশোধনী পর্যবেক্ষণসহ আংশিক বাতিল করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন, সংসদীয় কার্যপ্রণালীর ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এটি যথাযথ হয়নি। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান ছিল, তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। এদিন সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭ এর ক ও খ অনুচ্ছেদও বাতিল করা হয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু হয়েছে; সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭ এর ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে; ১৪২ সংবিধান সংশোধনীর যে ধারা অনুচ্ছেদ সেটা বাতিল হয়েছে; ৪২ (২) ধারা যেখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে নিম্ন আদালতকেও সুপ্রিম কোর্টের মতো ক্ষমতা দেওয়া হয়েছিল সেটা বাতিল হয়েছে; আর গণভোটের বিধান পুনরায় চালু করা হয়েছে।
সংবাদদাতা / ইলিয়াস