অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেলে নগরের চকবাজার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল বারেক চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট মোড় এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আবদুল বারেক। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আবদুল বারেকের বিরুদ্ধে নগরের কোতোয়ালী, ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্ণীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে নগরের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!