কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেল ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নসিমনটি সড়কের ওপর ছিটকে পড়ে বায়েজিদ খানসহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদদাতা / ইলিয়াস