অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে তেল ট্যাংকারের ধাক্কায় মাটি বহনকারী নসিমন হেলপার বায়েজদ খান (১৪) নিহত হয়েছে। এ সময় ড্রাইভারসহ আরো দুজন আহত হন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপিনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ গোপীনাথপুর গ্রামের মারুফ খানের ছেলে।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় খুলনাগামী একটি তেল ট্যাংকার মাটি বহনকারী নসিমনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে নসিমনটি সড়কের ওপর ছিটকে পড়ে বায়েজিদ খানসহ ৩ জন আহত হয়। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বায়েজিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!