অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেছেন, সবাইকে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে হবে। সবাইকে সহনশীল হতে হবে। জুলাই-আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা মহানগরীকে যদি সন্ত্রাস, মাদক ও যানজটমুক্ত না করতে পারি তাহলে আর কখনই সম্ভব না। দায়িত্ব পুলিশের, সহযোগিতা আপনাদের– এই দুইয়ের সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ উন্নতি সম্ভব। মঙ্গলবার সকালে পল্লবীর সেতারা কনভেনশন হলে পল্লবী থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোন্দকার নজমুল হাসান বলেন, পুলিশের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। আর এলাকাবাসীর কাজ পুলিশকে সহযোগিতা করা। আমরা সবসময় আপনাদের কাছ থেকে সহযোগিতা পেতে চাই এবং আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে চাই। অতিরিক্ত কমিশনার বলেন, আপনারা ট্রাফিক আইন মেনে চলুন এবং রাস্তার শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করুন।
এক্ষেত্রে ট্রাফিক পুলিশের কোনো সদস্য যদি অনিয়মে জড়িত হয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। তবে তাদের দায়িত্ব পালনের সময় প্রতিবন্ধকতা তৈরি হলে আপনারা সর্বাত্মক সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব না। আর আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে উন্নয়ন টেকসই হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও শাহ আলী থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত কমিশনারের কাছে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপকমিশনার (অতিরিক্ত দায়িত্ব উপকমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগ) রফিকুল ইসলাম, পল্লবী থানা নাগরিক কমিটির সদস্য সচিব কামাল হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদদাতা / ইলিয়াস