অনলাইন ডেস্ক : ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে ছবি দুটি। ‘লাপাতা লেডিস’ এই তালিকায় জায়গা না পেলেও ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত হিন্দি ছবি ‘সন্তোষ’এই চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ, যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি জমা পড়েছিল যুক্তরাজ্য থেকে।৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার বিবেচিত হয়েছে ৮৫টি দেশের সিনেমা। গোল্ডেন লেডিকে হাতে তোলার জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ডকুমেন্টরি ফিচার, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, মেকআপ এবং হেয়ারস্টাইলিং, মিউজিক (আসল স্কোর), মিউজিক (আসল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম সহ অন্যান্য বিভাগে অস্কার জেতার দৌড়ে কারা থাকবেন সেই তালিকাই প্রকাশ করল অ্যাকাডেমি কতৃপক্ষ। যেখানে নেই বলী ও লাপাতা লেডিস।
‘বলী’ (দ্য রেসলার)-এর নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে ছবিটি। গত বছর দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কারও জিতেছে ছবিটি। আগামী ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা। ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন।
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!