অনলাইন ডেস্ক : অনেকে নাটকীয়তার পর ঠিক হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল খেলবেন কী, খেলবেন না। রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর দেশে ফিরতে পারছেন না সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজে ছিলেন না তিনি। অন্যদিকে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রায় ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সবমিলিয়ে এনসিএলে চার ম্যাচে তামিমের চার ইনিংস যথাক্রমে খেলেছেন ১৩, ৬৫, ২১ ও ৯১। এতদিন পর মাঠে ফিরেও তামিমের এমন পারফর্ম স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না বাংলাদেশ। সেই টুর্নামেন্টে কি থাকবেন সাকিব-তামিম? শনিবার বিসিবিপ্রধান ফারুক আহমেদের কাছেও জানতে চাওয়া হয়েছে একই ইস্যুতে। জবাবে বোর্ডপ্রধান বলেন, ‘সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। আর তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর।’
তামিমের ফেরা নিয়ে ফারুক বলেন, ‘তামিমেরটা আসলে প্রধান নির্বাচক যে কথা বলেছেন, এখনো কোনো পলিসি নেই। যদি কোনো খেলোয়াড় অবসর না নিয়ে থাকে আর যদি নির্বাচকরা মনে করে তাকে দরকার, তখন ওই নির্বাচক প্যানেল নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে কথা বলবে।’
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!