অনলাইন ডেস্ক : ২০২৪ সাল নেইমারের ফুটবল ক্যারিয়ারে চোটের কারণে চ্যালেঞ্জিং গেলেও তার ব্যক্তিগত জীবন ছিল আনন্দময়। বছরের শেষদিকে নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি ঘোষণা করেন, তারা তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এটি আল-হিলাল স্ট্রাইকার নেইমারের চতুর্থ সন্তান এবং ব্রুনার সঙ্গে তার দ্বিতীয়। ২৫ ডিসেম্বর, পরিবার ও বন্ধুদের সঙ্গে ক্রিসমাস উদযাপনের সময় এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টে সুখবরটি জানান।
গত বছরের অক্টোবরে ব্রুনা তাদের প্রথম সন্তান মাভির জন্ম দিয়েছিলেন। এবার ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিওতে তিনি জানান, তারা আবারও কন্যাসন্তানের বাবা-মা হতে চলেছেন। ভিডিওতে দেখা যায়, মাভি ব্রুনার পেটে চুমু খাচ্ছে, পাশে নেইমার এবং তার ১৩ বছর বয়সী ছেলে দাভি লুক্কাও রয়েছে। এরপর ‘বয় অর গার্ল’ কাউন্টডাউনের শেষে গোলাপি ধোঁয়া ও কনফেটির মাধ্যমে তারা মেয়েসন্তানের খবর উদযাপন করেন। ভিডিওটির ক্যাপশনে ব্রুনা লেখেন, ‘আমরা এমন একটি মধুর সময় পার করছি যে আপনাদের সঙ্গে এটি ভাগ না করে থাকতে পারলাম না। তিনি আবারও আমাদের প্রার্থনা শুনেছেন এবং আমাদের স্বপ্ন পূরণ করেছেন!’
তিনি আরো লেখেন, “স্বাগতম কন্যা’! তুমি যেন ভালো স্বাস্থ্যে থাকো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি, আমাদের পরিবারকে আরও পরিপূর্ণ করতে। ঈশ্বর যেন আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেন। আমিন!” নেইমার তার পোস্টে লেখেন, ‘তিন রাজকুমারীর বাবা হওয়া সত্যিই একটি বিশেষ অনুভূতি।’ নেইমার তার মেয়ে মাভি ও নতুন আসন্ন কন্যাসন্তানের পাশাপাশি অ্যামান্ডা কিম্বারলির গর্ভে জন্ম নেওয়া হেলেনারও বাবা। হেলেনা ২০২৪ সালের জুলাইয়ে জন্মগ্রহণ করেন।
সংবাদদাতা/ ইলিয়াস