অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স। তবে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ বলছে, বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষোভ থেকে উৎসুক জনতা বুথে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে।

জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস। এ ঘটনার পর জায়গাটিতে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানের সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

এর আগে বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে, এমনকি ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামাও দেখা যায় মিরপুর স্টেডিয়াম এলাকায়। যার বহিঃপ্রকাশ ছিল স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুর। এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

 

সংবাদদাতা/ ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!