অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে এ ঘটনা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় একটি বাল্কহেড। নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন ছিলেন। তবে তারা সবাই সাঁতরে পাশের আরেকটি ইঞ্জিনচালিত নৌকাতে ওঠেন। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। বাল্কহেডের তলায় চলে যাওয়া কয়েকজন নারী যাত্রীকে সাঁতরে ভেসে থাকতে দেখা যায়।
সংবাদদাতা / ইলিয়াস