অনলাইন ডেস্ক : দিনাজপুরের কাহারোলে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র। শুক্রবার দিনগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির তদন্ত করা হচ্ছে।

জানা যায়, রাতে বিএনপির কার্যালয়ে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী বিএনপির নেতাকর্মী ও ফায়ার সার্ভিসকে অবহিত করে। একইসঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা মালামাল, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি ও আসবাবপত্র পুড়ে যায়। ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখছেন তারা।
কাহারোল-বীরগঞ্জ রোডের ব্রিজের পূর্ব উত্তর মাথায় আব্দুল মোড়ল মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাহারোল উপজেলা ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এই ঘটনায় আজ শনিবার সকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, বজলুর রশিদ কালু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলসহ বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় যারা কাহারোল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!