অনলাইন ডেস্ক : ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনার ছবি সম্বলিত ও ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয় বাংলা বাজারে এ ঘটনায় ঘটে।
আটক ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তিনি উপজেলার দক্ষিণ চরবিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক চৌধুরীর ছেলে। এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, প্রিন্স চৌধুরীকে সাতটি লিফলেটসহ আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদদাতা / ইলিয়াস