অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে মো. আরাফাত খান নামের এক মোটরসাইকেলচালককে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রদল নেতা আরাফাত সিকদার বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার ও সদস্যসচিব জহিরুল ইসলাম জহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। আরাফাত (নেতা) পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং একই ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালতলী উপজেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলার অধীন পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরাফাত সিকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। শনিবার রাতে আরাফাত সিকদারের মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই মোটরসাইকেলচালককে কুপিয়ে হত্যা করা হয়।
সংবাদদাতা / ইলিয়াস