অনলাইন ডেস্ক : সরস্বতীপূজার ‘বাণী অর্চনা’ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ৪০০ শিশুকে খাতা উপহার দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে পূজামণ্ডপে এসব খাতা বিতরণ করা হয়। একই সঙ্গে পূজা আয়োজনের পার্টনার হিসেবেও ছিল বসুন্ধরা গ্রুপ। অনুষ্ঠান প্রাঙ্গণে বসুন্ধরা স্যানিটারি প্যাডের মোনালিসায় ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারসহ দেড় শতাধিক পণ্যের মূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়।
এই কর্মসূচি সম্পর্কে বসুন্ধরা গ্রুপের সেক্টর সি’র (মার্কেটিং) সিনিয়র এক্সিকিউটিভ সৈয়দ জুলকার নাইন বলেন, ‘শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। সরস্বতীপূজার এই বিশেষ দিনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা খাতা বিতরণের পাশাপাশি একটি বিক্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। যেখানে আমাদের টিস্যু, স্যানিটারি প্যাড, হাইজিন, টয়লেট্রিজ পণ্য বাজারমূল্যের চেয়ে সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। বসুন্ধরা খাতার গুণগত মান ও টেকসই বৈশিষ্ট্য বাজারের অন্যান্য পণ্যের তুলনায় অধিক প্রতিযোগিতামূলক।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বিষয়ে জুলকার নাইন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে আমরা সহযোগিতা করে থাকি। আজকের এই উদ্যোগও তারই ধারাবাহিকতা।’ উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের টয়েলট্রিজ, হাইজিন পণ্য ও শিক্ষাসামগ্রী বিক্রয়ের স্টলে সাধারণ ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে পণ্য সরবরাহ করা হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সংবাদদাতা / ইলিয়াস