অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষের আপত্তির মুখে কেন্দ্রীয় ব্যাংক এ বিতরণ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঈদের আগে নতুন নোটের বিতরণ বন্ধ রাখতে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। বাজারে প্রচলিত নোটগুলো ব্যবহার অব্যাহত থাকবে।’ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, নতুন নোটের নকশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এর ফলে নতুন ডিজাইনের নোট বিতরণের কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদদাতা / ইলিয়াস