সৃজিত-মিথিলা। মিডিয়া পাড়ায় আলোচিত এক নাম। গত শুক্রবারই বিয়ে করেছেন তারা। আর পরের দিন, অর্থাৎ শনিবারেই মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছেন সুদূর সুইজারল্যান্ডে।

তবে উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইজারল্যান্ড ভ্রমণ।

জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তাঁরা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।’

এরপরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল। এসআরকে ফিভার থেকে তবে ছাড় পেলেন না পরিচালকও!

ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অমরেশ পুরির সেই বিখ্যাত সংলাপ একবিংশ শতকেও লোকের মুখে মুখে। দুলহানিয়া তো এসে গিয়েছিলেন শুক্রবারেই… এ বার ‘সিমরন’, থুড়ি মিথিলা গেলেন পিএইচডি করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!