অনলাইন ডেস্ক : মাদারীপুরে বউভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে পার্শ্ববর্তী ৪ নং ওয়ার্ডের যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর পারিবারিকভাবে বিয়ে হয়। শনিবার দুপুরে বরের বাড়িতে আয়োজন করা হয় বউভাত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় নিলখী ইউনিয়নের সুরুজ মিয়াকে। দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়।
এ সময় মেহমান সুরুজ মিয়াকে মুরগির রোস্ট দেওয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকদের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে পরিণত হয়। দুই পক্ষের লোকজন লাঠিসোটাঁ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গুরুতর আহতাবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, বিয়েবাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদদাতা/ ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!