বুধবার ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ ১৫ মে, ২০২৪ বুধবার

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বিষেরবাঁশী ডেস্ক: চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম ওরফে ল্যাংড়া কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে নগরীর টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে। কালাম জলদস্যু ‘কালাম’ বাহিনীর প্রধান বলে দাবি করেছে র‌্যাব। এছাড়া সে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানায় তারা। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল রাত ৩টার দিকে ওই মাঠে যায়। এসময় মাঠে থাকা কালামসহ সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দেখে গুলি ছোড়ে। খবর পেয়ে র‌্যাবের আরও একটি দল সেখানে গেলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেয়াল টপকে পালিয়ে যায়। এসময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘কালামের কাছ থেকে ৬ পয়েন্ট ৬৯ বোরের একটি পিস্তল এবং ব্যাগের ভেতর থেকে একটি একে-২২ রাইফেল উদ্ধার করা হয়।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘ভোরে কালামকে মেডিক্যালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।’

বিষেরবাঁশী ডেস্ক/সংবাদদাতা/হৃদয়

Categories: সারাদেশ

Leave A Reply

Your email address will not be published.